রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’ এখন ফ্রান্সে

নেপালের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গতকাল ফ্রান্সে পৌঁছেছেন ‘দ্য সার্পেন্ট’ নামে পরিচিত চার্লস সবরাজ। উত্তর আমেরিকার দুই পর্যটককে হত্যার দায়ে ২০০৩ সাল থেকে নেপালের কারাগারে ছিলেন এই কুখ্যাত খুনি।

৭০-এর দশকে এশিয়া জুড়ে ২০টি পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। নেপালের আগে তিনি ভারতেও দীর্ঘদিন কারাভোগ করেছেন। এমনকি কারারক্ষীকেও মাদকদ্রব্য সেবন করিয়ে সেখান থেকে একবার পালিয়েছিলেন ফরাসি এই খুনি। সম্প্রতি স্বাস্থ্য এবং কারাগারে ভালো আচরণ বিবেচনায় নিয়ে এই বয়স্ক খুনিকে মুক্তি দেন নেপালের সর্বোচ্চ আদালত। শুক্রবার নেপাল থেকে সার্পেন্টকে ফ্রান্সের উদ্দেশ্যে পাঠানো হয়। মুক্তি পেয়ে তিনি বলেন, ‘আমি বেশ ভালো অনুভব করছি। আমি অনেক কিছু করব। অনেকের বিরুদ্ধেই আমি মামলা করব। এরমধ্যে নেপাল সরকারও আছে।’

সর্বশেষ খবর