রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রথমবার মাতৃত্বকালীন ছুটি দিচ্ছে কেরালার বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো অভিনব পদক্ষেপ নিয়েছে ভারতের কেরালা অঙ্গরাজ্যের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় (এমজিইউ)। অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের ৬০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিগ্রি ও স্নাতকোত্তর শিক্ষার্থী যারা এবং ১৮ বছর বা তার বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য। কোনো ধরনের বাধা ছাড়াই তারা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে সে কারণে এমন সিদ্ধান্ত। শুক্রবার সিন্ডিকেটে বৈঠকের পর একটি নোটিস ইস্যু করা হয়। বৈঠকে উপ-উপাচার্য সিটি অরবিন্দ কুমার সভাপতিত্ব করেন। এতে বলা হয়, বিষয়টি নিয়ে সমীক্ষা করার জন্য গঠিত কমিটির সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সন্তান হওয়ার আগে বা পরে মাতৃত্বকালীন ছুটি নেওয়া যেতে পারে, তবে শুধু প্রথম বা দ্বিতীয় গর্ভাবস্থার জন্য এ ছুটি।

সর্বশেষ খবর