সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রতিদিন একাধিক গ্রহের খোঁজ!

প্রতিদিন একাধিক গ্রহের খোঁজ!

মহাশূন্য নিয়ে আগ্রহ নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু লাখো বছরে আমরা জানতে পেরেছি সামান্যই। এ নিয়ে যদিও সব সময় চলছে বিস্তর গবেষণা। গত বছর মহাকাশে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে পাঠানোর পর নতুন করে জানা যাচ্ছে অনেক কিছুই। এই টেলিস্কোপের কল্যাণে গত এক বছরে আবিষ্কার হওয়া এক্সোপ্ল্যানেটের সংখ্যাটা এক লাফে বেড়ে গেছে অনেকটা। আমাদের সৌরম লের বাইরেও রয়েছে অসংখ্য গ্রহ। যাদের জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়ে থাকে ‘এক্সোপ্ল্যানেট’। নাসার দেওয়া তথ্য মতে, গত ছয় মাসে সৌরম লের বাইরে এক্সোপ্ল্যানেট পাওয়া গেছে ২০০টি। ২০২২ সালের শেষে দেখা গিয়েছিল, তখনো পর্যন্ত আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি। সব মিলিয়ে আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটের সংখ্যা এখন ৫ হাজার ২৩৫। গত জুলাই মাসে প্রথম ছবি পাঠিয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ। পাশাপাশি, পাঠিয়েছে বহু এক্সোপ্ল্যানেটের ছবিও। নাসা একটি টুইট করে জানিয়েছে, ‘গত বছর পর্যন্ত আমরা জানতাম এক্সোপ্ল্যানেটের সংখ্যা ৫ হাজারের সামান্য বেশি। এবার গত বছর যখন শেষ হলো তখন আমরা জানতে পারলাম, এক্সোপ্ল্যানেটের সংখ্যা ৫ হাজার ২৩৫টি। এর মধ্যে ৪ শতাংশ গ্রহ পৃথিবী এবং মঙ্গলের মতো। গেল বছরে জ্যোতির্বিজ্ঞানীদের সর্বশেষ আবিষ্কার এইচডি ১০৯৮৩৩ বি নামে একটি এক্সোপ্লানেট।

সর্বশেষ খবর