ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটে গৃহীত প্রস্তাবনাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায় চেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল বৈষম্যমূলক আইন ও পদক্ষেপ নিয়েছে জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবনায় ইসরায়েলের এসব পদক্ষেপ তদন্ত করে দেখারও আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়। প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ৮৭টি এবং বিপক্ষে ২৪টি দেশ ভোট দেয়। এরপরই শনিবার এক ভিডিও বার্তায় কড়া ভাষায় এ প্রস্তাবনার নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইহুদি জনগণ তাদের নিজস্ব ভূমিতে দখলদার নয় কিংবা তারা তাদের চিরকালের রাজধানী জেরুজালেমে দখলদার নয়। জাতিসংঘের কোনো প্রস্তাব এ ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে না।’ কট্টর-ডানপন্থি নেতা নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতা নিয়েই তিনি অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছেন। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার সময় এসেছে। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত। বিভিন্ন দেশের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে কাজ করে থাকেন এ আদালত। জাতিসংঘের সদস্য দেশগুলোর আইসিজের রায় মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় বাস্তবায়নে জোরজবরদস্তি করার কোনো ক্ষমতা আদালতটির নেই।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
জাতিসংঘ ভোটকে ‘জঘন্য’ বললেন নেতানিয়াহু
স্বাগত জানাল ফিলিস্তিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর