ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটে গৃহীত প্রস্তাবনাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায় চেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল বৈষম্যমূলক আইন ও পদক্ষেপ নিয়েছে জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবনায় ইসরায়েলের এসব পদক্ষেপ তদন্ত করে দেখারও আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়। প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ৮৭টি এবং বিপক্ষে ২৪টি দেশ ভোট দেয়। এরপরই শনিবার এক ভিডিও বার্তায় কড়া ভাষায় এ প্রস্তাবনার নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইহুদি জনগণ তাদের নিজস্ব ভূমিতে দখলদার নয় কিংবা তারা তাদের চিরকালের রাজধানী জেরুজালেমে দখলদার নয়। জাতিসংঘের কোনো প্রস্তাব এ ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে না।’ কট্টর-ডানপন্থি নেতা নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতা নিয়েই তিনি অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছেন। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার সময় এসেছে। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত। বিভিন্ন দেশের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে কাজ করে থাকেন এ আদালত। জাতিসংঘের সদস্য দেশগুলোর আইসিজের রায় মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় বাস্তবায়নে জোরজবরদস্তি করার কোনো ক্ষমতা আদালতটির নেই।
শিরোনাম
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
জাতিসংঘ ভোটকে ‘জঘন্য’ বললেন নেতানিয়াহু
স্বাগত জানাল ফিলিস্তিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর