ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটে গৃহীত প্রস্তাবনাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায় চেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল বৈষম্যমূলক আইন ও পদক্ষেপ নিয়েছে জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবনায় ইসরায়েলের এসব পদক্ষেপ তদন্ত করে দেখারও আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়। প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ৮৭টি এবং বিপক্ষে ২৪টি দেশ ভোট দেয়। এরপরই শনিবার এক ভিডিও বার্তায় কড়া ভাষায় এ প্রস্তাবনার নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইহুদি জনগণ তাদের নিজস্ব ভূমিতে দখলদার নয় কিংবা তারা তাদের চিরকালের রাজধানী জেরুজালেমে দখলদার নয়। জাতিসংঘের কোনো প্রস্তাব এ ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে না।’ কট্টর-ডানপন্থি নেতা নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতা নিয়েই তিনি অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছেন। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার সময় এসেছে। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত। বিভিন্ন দেশের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে কাজ করে থাকেন এ আদালত। জাতিসংঘের সদস্য দেশগুলোর আইসিজের রায় মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় বাস্তবায়নে জোরজবরদস্তি করার কোনো ক্ষমতা আদালতটির নেই।