শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পূর্ব সাইবেরিয়ায় তাপমাত্রা কমে মাইনাস ৬২.৭

পূর্ব সাইবেরিয়ায় তাপমাত্রা কমে মাইনাস ৬২.৭

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহরের তাপমাত্রা আরও কমেছে। শহরটির তাপমাত্রা মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। গতকাল সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইয়াকুৎস্ক বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত। ১৭ জানুয়ারি শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এখন তা আরও কমে মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হলো। আবহাওয়াবিদরা বলছেন, দুই দশকের বেশি সময়ের মধ্যে ইয়াকুৎস্কে এখন সবচেয়ে ঠাণ্ঠা আবহাওয়া বিরাজ করছে। শহরটির জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫৫ হাজার। ইয়াকুৎস্ক রাশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোর একটি। ইয়াকুৎস্কের বাসিন্দারা অবশ্য হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাসে অভ্যস্ত।

 

সর্বশেষ খবর