বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে সরকারি কর্মীদেরও বেতন কমছে

অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির মুখে পাকিস্তানে ব্যাপক বিপর্যয় নামতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকার নানা উদ্যোগ নিয়েছে। কিছুদিন আগে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দোকান-পাট, মার্কেট বন্ধ করার ঘোষণা দেন। এসবের মধ্যেই এবার সরকারি কর্মচারীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের গঠিত কমিটি সরকারি কর্মচারীদের বেতন ১০ শতাংশ কমানোরও প্রস্তাব করেছে। শুধু তাই নয়, কমিটি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় ১৫ শতাংশ কমানোর প্রস্তাব করেছে। মন্ত্রীর সংখ্যা কমানোরও পরামর্শ দিয়েছেন কমিটি। সরকারের উপদেষ্টার সংখ্যা ৭৮ থেকে কমিয়ে ৩০ করার সুপারিশ করেছে তারা। পাকিস্তানের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। পাকিস্তানে আটা ও পেঁয়াজের মতো দৈনন্দিন চাহিদা মেটানোও কঠিন হয়ে পড়ছে। অবস্থা এমন যে, প্রবল অর্থনৈতিক সংকটের মুখে থাকা পাকিস্তান এখন বিদেশিদের করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দেশটির মূল্যস্ফীতির হার এখন ২৫ শতাংশের কাছাকাছি।

সর্বশেষ খবর