সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিজের বেতন কমাবেন সুন্দর পিচাই

নিজের বেতন কমাবেন সুন্দর পিচাই

বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠান গুগল মন্দার কবলে পড়েছে। আর তারই অংশ হিসেবে সম্প্রতি গুগলের ১২ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এবার হয়তো সিনিয়র এক্সিকিউটিভদের বেতন উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিচ্ছেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। কর্মীদের সঙ্গে এক বৈঠকে পিচাই বলেছেন, ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’-এর চেয়ে ওপরে সব পদাধিকারীর বার্ষিক বোনাস হ্রাস হবে। সিনিয়রদের ভূমিকার ক্ষেত্রে তিনি বলেন, ক্ষতিপূরণ সংস্থার পারফরম্যান্সের সঙ্গে যুক্ত। তিনি তার নিজের বেতনও কমানোর ইঙ্গিত দিয়েছেন। ২০২০ সালের ফাইলিং অনুসারে, পিচাইয়ের বার্ষিক বেতন ছিল ২ মিলিয়ন মার্কিন ডলার। গত ২০ জানুয়ারি পিচাই বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মধ্যে অপারেশন খরচ কমাতে  ১২ হাজার কর্মীকে বরখাস্ত করেন। কর্মীদের কাছে একটি চিঠিতে তিনি বলেন, ‘প্রায় ২৫ বছর বয়সী সংস্থা হিসাবে গুগল কঠিন অর্থনৈতিক চক্রের  মধ্য দিয়ে যেতে বাধ্য হচ্ছে।’

সর্বশেষ খবর