ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন এক ভয়ংকর বাস্তবতায় ফেলে দিচ্ছে। বিশেষ করে পৃথিবী আবার দুই বলয়ে বিভক্ত হয়ে পড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অন্যদিকে রাশিয়া ও চীন। রাশিয়া ও চীন দুই দেশই পরাশক্তি। দেশ দুটির নীতি নির্ধারকরা বলছে ভবিষ্যতে তারা আরও একাট্টা হবেন এবং শক্তির ক্ষেত্রে ভারসাম্য রাখবে। তারা মূলত যুক্তরাষ্ট্রের মোরলিপনাকে সামনে রেখেই এ নীতিনির্ধারণ করছে। এর মধ্যে মস্কো সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ও চীন একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না। মস্কোতে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ওয়াং বলেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছে। তার মন্তব্য ‘রাশিয়া ও চীন এমন একটি বহু-মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো একটি দেশের আধিপত্য থাকবে না।’ এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে ঠিক কবে নাগাদ তা জানা যায়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফরের অন্যতম প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা শুরু করা। তিনি পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেবেন। এদিকে গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রী ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। তবে সে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি। বেইজিং থেকে বিবিসির স্টিভেন ম্যাকডোনেল জানিয়েছেন ওয়াং মি ও পাত্রুশেভের বৈঠকের ওপর প্রকাশিত চীনা সরকারি বিবৃতিতে বলা হয়েছে দুই দেশই বিশ্ব ব্যবস্থায় কোনো একটি দেশের চোখরাঙানির বিরোধিতা করে। রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত খবরে দেখানো হয়েছে মঙ্গলবার বৈঠকে ওয়াং এবং পাত্রুশেভ পরস্পরকে ‘কমরেড’ বলে সম্বোধন করেন। ওয়াং বলেন, দুই দেশের সম্পর্ক পাথরের মতো শক্ত যা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
শিরোনাম
- গভীর রাতে গুলিস্তানে মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও একাট্টা হচ্ছে চীন ও রাশিয়া
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর