ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন এক ভয়ংকর বাস্তবতায় ফেলে দিচ্ছে। বিশেষ করে পৃথিবী আবার দুই বলয়ে বিভক্ত হয়ে পড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অন্যদিকে রাশিয়া ও চীন। রাশিয়া ও চীন দুই দেশই পরাশক্তি। দেশ দুটির নীতি নির্ধারকরা বলছে ভবিষ্যতে তারা আরও একাট্টা হবেন এবং শক্তির ক্ষেত্রে ভারসাম্য রাখবে। তারা মূলত যুক্তরাষ্ট্রের মোরলিপনাকে সামনে রেখেই এ নীতিনির্ধারণ করছে। এর মধ্যে মস্কো সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ও চীন একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না। মস্কোতে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ওয়াং বলেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছে। তার মন্তব্য ‘রাশিয়া ও চীন এমন একটি বহু-মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো একটি দেশের আধিপত্য থাকবে না।’ এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে ঠিক কবে নাগাদ তা জানা যায়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফরের অন্যতম প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা শুরু করা। তিনি পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেবেন। এদিকে গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রী ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। তবে সে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি। বেইজিং থেকে বিবিসির স্টিভেন ম্যাকডোনেল জানিয়েছেন ওয়াং মি ও পাত্রুশেভের বৈঠকের ওপর প্রকাশিত চীনা সরকারি বিবৃতিতে বলা হয়েছে দুই দেশই বিশ্ব ব্যবস্থায় কোনো একটি দেশের চোখরাঙানির বিরোধিতা করে। রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত খবরে দেখানো হয়েছে মঙ্গলবার বৈঠকে ওয়াং এবং পাত্রুশেভ পরস্পরকে ‘কমরেড’ বলে সম্বোধন করেন। ওয়াং বলেন, দুই দেশের সম্পর্ক পাথরের মতো শক্ত যা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
শিরোনাম
- গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী
- তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ
- ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত
- অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের
- বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
- স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ
- আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও একাট্টা হচ্ছে চীন ও রাশিয়া
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর