ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন এক ভয়ংকর বাস্তবতায় ফেলে দিচ্ছে। বিশেষ করে পৃথিবী আবার দুই বলয়ে বিভক্ত হয়ে পড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অন্যদিকে রাশিয়া ও চীন। রাশিয়া ও চীন দুই দেশই পরাশক্তি। দেশ দুটির নীতি নির্ধারকরা বলছে ভবিষ্যতে তারা আরও একাট্টা হবেন এবং শক্তির ক্ষেত্রে ভারসাম্য রাখবে। তারা মূলত যুক্তরাষ্ট্রের মোরলিপনাকে সামনে রেখেই এ নীতিনির্ধারণ করছে। এর মধ্যে মস্কো সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ও চীন একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না। মস্কোতে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ওয়াং বলেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছে। তার মন্তব্য ‘রাশিয়া ও চীন এমন একটি বহু-মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো একটি দেশের আধিপত্য থাকবে না।’ এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে ঠিক কবে নাগাদ তা জানা যায়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফরের অন্যতম প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা শুরু করা। তিনি পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেবেন। এদিকে গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রী ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। তবে সে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি। বেইজিং থেকে বিবিসির স্টিভেন ম্যাকডোনেল জানিয়েছেন ওয়াং মি ও পাত্রুশেভের বৈঠকের ওপর প্রকাশিত চীনা সরকারি বিবৃতিতে বলা হয়েছে দুই দেশই বিশ্ব ব্যবস্থায় কোনো একটি দেশের চোখরাঙানির বিরোধিতা করে। রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত খবরে দেখানো হয়েছে মঙ্গলবার বৈঠকে ওয়াং এবং পাত্রুশেভ পরস্পরকে ‘কমরেড’ বলে সম্বোধন করেন। ওয়াং বলেন, দুই দেশের সম্পর্ক পাথরের মতো শক্ত যা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও একাট্টা হচ্ছে চীন ও রাশিয়া
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর