ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন এক ভয়ংকর বাস্তবতায় ফেলে দিচ্ছে। বিশেষ করে পৃথিবী আবার দুই বলয়ে বিভক্ত হয়ে পড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অন্যদিকে রাশিয়া ও চীন। রাশিয়া ও চীন দুই দেশই পরাশক্তি। দেশ দুটির নীতি নির্ধারকরা বলছে ভবিষ্যতে তারা আরও একাট্টা হবেন এবং শক্তির ক্ষেত্রে ভারসাম্য রাখবে। তারা মূলত যুক্তরাষ্ট্রের মোরলিপনাকে সামনে রেখেই এ নীতিনির্ধারণ করছে। এর মধ্যে মস্কো সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ও চীন একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না। মস্কোতে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ওয়াং বলেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছে। তার মন্তব্য ‘রাশিয়া ও চীন এমন একটি বহু-মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো একটি দেশের আধিপত্য থাকবে না।’ এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে ঠিক কবে নাগাদ তা জানা যায়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফরের অন্যতম প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা শুরু করা। তিনি পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেবেন। এদিকে গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রী ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। তবে সে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি। বেইজিং থেকে বিবিসির স্টিভেন ম্যাকডোনেল জানিয়েছেন ওয়াং মি ও পাত্রুশেভের বৈঠকের ওপর প্রকাশিত চীনা সরকারি বিবৃতিতে বলা হয়েছে দুই দেশই বিশ্ব ব্যবস্থায় কোনো একটি দেশের চোখরাঙানির বিরোধিতা করে। রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত খবরে দেখানো হয়েছে মঙ্গলবার বৈঠকে ওয়াং এবং পাত্রুশেভ পরস্পরকে ‘কমরেড’ বলে সম্বোধন করেন। ওয়াং বলেন, দুই দেশের সম্পর্ক পাথরের মতো শক্ত যা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা