মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মণিপুর-তদন্তে বিচারপতির কমিটি

বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিল কুকি

অগ্নিগর্ভ মণিপুর। তবে সেই আগুন নেভানোরও নানা চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো এখনো কোনো সমাধানের পথ দেখাতে পারেনি। শেষ পর্যন্ত এই তেজ কমাতে ঢাল হাতে নিলেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এ দলে থাকবেন হাই কোর্টের তিন সাবেক বিচারপতি, তিনজনই নারী। এ ছাড়া মণিপুরে পাঠানো হবে ৪২টি ‘বিশেষ তদন্ত দল’ তথা ‘সিট’। হাই কোর্টের তিন সাবেক নারী বিচারপতি হলেন গীতা মিত্তল (জম্মু কাশ্মীর হাই কোর্ট), শালিনী যোশী (বম্বে হাই কোর্ট), আশা মেনন (দিল্লি হাই কোর্ট)। সিবিআই তদন্ত চলবে, তবে সিবিআইয়ের টিম ছাড়াও থাকবে ৪২টি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। এ  ‘সিট’-এর কাজ দেখবেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবে ছয়টি করে সিট। নগ্ন করিয়ে দুই নারীকে হাঁটানোর খবরের শিরোনাম হয় মণিপুর। এর পর কুকি সম্প্রদায়ের এক ব্যক্তির কাটা মাথা রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। এর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তার নাম ডেভিড থিক। বিষ্ণুপুর জেলার এক লোকালয়ে একটি বাড়ির বাঁশের বেড়ার মাথায় তার মুন্ডু টাঙানো থাকতে দেখা গিয়েছিল। যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল। মণিপুরের বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিল কুকি : মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিল শরিক দল ‘কুকি পিপলস অ্যালায়েন্স’ (কেপিএ)। রাজ্যে কেপিএ’র দুজন বিধায়ক রয়েছে। যদিও তাদের এই পদক্ষেপে আপাতত কোনো প্রভাবই পড়ছে না এন. বীরেন সিং সরকারের ওপর। মণিপুর বিধানসভায় ৬০ জন বিধায়ক রয়েছেন।

সর্বশেষ খবর