ইরানের দক্ষিণ খোরসান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত ও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টায় ঘটা এ বিস্ফোরণের পর থেকে আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন। গতকাল টেলিভিশনটি জানায়, মদনজু কোম্পানির পরিচালনাধীন খনিটির দুটি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনাটির কারণ। ঘটনার সময় সেখানে ৬৯ জন শ্রমিক ছিলেন।
ইরানের রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাবাসে ঘটেছে এ ঘটনা। সেখানে মাদানজু নামের এক সংস্থা এই খনি পরিচালনা করত।
ঘটনা নিয়ে ইরানের দক্ষিণ খোরসান প্রদেশের গভর্নর আলি আকবর রাহিমি জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, ওই এলাকা থেকেই ইরানের ৭৬ শতাংশ কলা উৎপাদিত হয়। ৮-১০টি বড় সংস্থা সেগুলোর দেখভাল করে।
ইরানের খনিতে এর আগেও একাধিকবার এ রকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ৪২ জনের মৃত্যু হয়েছিল। ২০১৩ সালে ২টি খনিতে বিস্ফোরণের জেরে ১১ জনের মৃত্যু হয়। ২০০৯ সালেও খনিতে দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।