রাশিয়ার ছোড়া ৭১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। গতকাল ইউক্রেনের বিমান বাহিনী এমন দাবি করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাতারাতি ইউক্রেনের আকাশে রাশিয়া ৮০টি ড্রোন উড়িয়েছিল। এর মধ্যে ৭১টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাহিনীটি বলেছে, নিরপেক্ষ করার পর রাশিয়ার আরও ছয়টি ড্রোন হারিয়ে গেছে। বিমানবাহিনী আরও জানিয়েছে, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর ভূখন্ডে আঘাত হেনেছে নাকি সেগুলোকে প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।