গাজার উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ২১ নারীসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় হামাস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি জানায়, কয়েক সপ্তাহ ধরে ঘনবসতিপূর্ণ শিবিরটি ঘিরে রাখা ইসরায়েলের পক্ষ থেকে জাবালিয়ায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত বুধবার হামাসের জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকান্ড গাজায় যুদ্ধ বন্ধের আশা জাগিয়েছিল। পশ্চিমা নেতারাসহ অনেকেই আশা করছিলেন, হামাস নেতা নিহত হওয়ার মধ্য দিয়ে হয়তো গাজায় যুদ্ধ অবসানের পথ খুলবে। তবে হামাসের এক উপনেতা বলেছেন, হামাস এখন আরও শক্তিশালী হবে। অন্যদিকে জার্মানির বার্লিনে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি আরও কঠিন হবে।’ গাজার হামাস পরিচালিত সরকারি গণমাধ্যমের এক বিবৃতি অনুসারে, শুক্রবারের বিমান হামলায় ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বিবিসি লিখেছে, বিমান হামলায় ভবন ধসে এখনো অনেকে চাপা পড়ে থাকার শঙ্কা করছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছাতে পারে বলে ধারণা তাদের। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উত্তর গাজা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অঞ্চলে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও এই তথ্যটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।