টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রির নির্দেশনা চ্যালেঞ্জ করে করা আবেদন বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। ফলে অ্যাপটি নিষিদ্ধ করার পথ আরও সুগম হয়েছে। রায়ের পর টিকটক জানিয়েছে, তারা এ মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে গিয়ে লড়বেন।
আইন অনুযায়ী, টিকটককে ২০২৫ সালের শুরুতে নিষিদ্ধ বা বিক্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানি টিকটক আশা করেছিল, একটি ফেডারেল আপিল আদালত তার যুক্তির সঙ্গে একমত হবেন, কারণ এ আইন অসাংবিধানিক। টিকটক বলছে, এ আইন ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘অভূতপূর্ব আঘাত’ হানছে। কিন্তু আদালত আইনটি বহাল রেখেছেন। আদালত বলেছেন, ‘এ আইন দীর্ঘমেয়াদি, দ্বিদলীয় পদক্ষেপ এবং পরপর কয়েকজন প্রেসিডেন্টের সিদ্ধান্তের পরিপূর্ণ ফল।’ টিকটকের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘মার্কিনিদের বাকস্বাধীনতার অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের একটি প্রতিষ্ঠিত ঐতিহাসিক রেকর্ড রয়েছে এবং আমরা আশা করি তারা এ গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঠিক তা-ই করবেন।’ তাঁরা আরও জানান, আইনটি ‘ভুল, ত্রুটিপূর্ণ এবং অনুমানমূলক তথ্যের’ ওপর ভিত্তি করে তৈরি। টিকটক বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি পদ্ধতি রয়েছে। -বিবিসি