চার দিনের মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব দিয়ে শুরু হয়েছে তার এ সফর। উপসাগরীয় অঞ্চলের ধনী আরব দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় অঙ্কের বিনিয়োগের আশা নিয়ে গতকাল ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন। এদিকে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের সমরাস্ত্র চুক্তি সই হয়েছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের প্রাথমিক একটি বৈঠকও এরই মধ্যে হয়েছে। এ সফরে ট্রাম্পের প্রধান লক্ষ্য অর্থনৈতিক চুক্তি, গাজা যুদ্ধ বা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নয়। রিয়াদে সৌদি আরব-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে গতকাল যোগ দিয়েছেন ট্রাম্প। তার সঙ্গে থাকছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতারা। এরপর আজ বুধবার ট্রাম্প যাবেন কাতারে এবং কাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে। ট্রাম্পের সফরের এ তালিকায় নেই ইসরায়েল।
সমরাস্ত্র চুক্তি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিতে সই করেছেন। এর অংশ হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা সই হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারা বলেছে, প্রায় ১৪২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এবং এর আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধসামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি। -রয়টার্স