প্রথমবারের মতো সরাসরি ভোট দিয়ে বিচারক নির্বাচন করতে চলেছেন মেক্সিকোর জনগণ। গতকাল মাদকের জন্য কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেলে অবস্থিত দুরাঙ্গো রাজ্যে ভোটাভুটির মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটিতে এত দিন পর্যন্ত বিচারককে সরকার নিয়োগ দিতেন।
তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই নির্বাচন মোটেও সরল নয়। ফেডারেল অর্থাৎ কেন্দ্রীয় বিচারক প্রার্থীদের তালিকায় আছেন লিওপোল্ডো শ্যাভেজ, যিনি মেথামফেটামিন পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে প্রায় ছয় বছর কাটিয়েছেন। ২০১৫ সালে ৪ কিলোগ্রামের বেশি মেথামফেটামিন মাদক পাচারের দায়ে শ্যাভেজের দ হয়েছিল। দুরাঙ্গো মেক্সিকোর ‘গোল্ডেন ট্রায়াঙ্গেলের’ অংশ, একটি কার্টেল-নিয়ন্ত্রিত অঞ্চল যেখানে গাঁজা ও আফিম উৎপাদন হয়।
শ্যাভেজের প্রার্থিতা স্পষ্টভাবে তুলে ধরছে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর ও বর্তমান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সমর্থিত সেই বিতর্কিত বিচারিক সংস্কারকে, যা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ভেঙে ফেলার লক্ষ্যে নাগরিকদের সরাসরি বিচারক বাছাইয়ের ক্ষমতা দিয়েছে। -রয়টার্স