ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় ‘সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণার পর এমন মন্তব্য করলেন ইইউ প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘১ আগস্টের আগ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাবে জোট।’ সেই সঙ্গে তিনি আরও মন্তব্য করেন, ইউরোপীয় ইউনিয়নের নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
তার আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইইউর পণ্যের ওপর ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ১ আগস্ট থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এমন শুল্ক আরোপের ফলে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই সঙ্গে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে ইইউর পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপকে ‘মুখের ওপর চড় দেওয়া’ বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাংগে। এ বিষয়ে তিনি পালটা পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। -ডয়চে ভেলে