পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। ইমরান খান জেলবন্দি অবস্থায় দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুলে দলের নেতাদের উদ্দেশ করে বলেছেন, জেলে তাঁর বা তাঁর স্ত্রী বুশরা বিবির কিছু হলে সেজন্য দায়ী করতে হবে সেনাপ্রধান আসিম মুনিরকে। সম্প্রতি সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে এমন অভিযোগ করেছেন ইমরান খান।
ইমরান খান বর্তমানে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দি। এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, ‘গত কয়েক দিনে আমার সঙ্গে জেলে যে আচরণ করা হচ্ছে, তা আরও তীব্র হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তাঁর টিভি বন্ধ করে দেওয়া হয়েছে।
আমাদের সব মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে।’ ইমরানের দাবি, আসিম মুনির এসবের নেপথ্যে রয়েছেন। তাঁর নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন সস্ত্রীক ইমরান। ইমরানের বক্তব্য, ‘প্রধানমন্ত্রী থাকাকালে আইএসআইপ্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এর পরই পিটিআইয়ের জুলফি বুখারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা প্রত্যাখ্যান করে দিই আমি। বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির।’ ইমরানের দাবি, এর পর থেকেই মুনিরের ক্ষোভ গিয়ে পড়ে বুশরা বিবি এবং তাঁর ওপরে। তিনি পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে বলেছেন, ‘আমি সারা জীবন জেলে কাটাতে পারি কিন্তু কোনোভাবেই অন্যায় এবং অত্যাচারের কাছে মাথা নত করব না। পাকিস্তানের নাগরিকদেরও বলছি-অন্যায়কে মাথা নিচু করে মেনে নেবেন না কোনো অবস্থাতেই।’
এদিকে সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম বলেছেন, ‘ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে। তাঁকে কোনো পত্রিকা, টেলিভিশন বা বই পড়তে দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবী ও পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না।’ এনডিটিভি ও ডন
পাঞ্জাবে ভারী বর্ষণে দুই দিনে ৭১ মৃত্যু : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বর্ষণে ৪৮ ঘণ্টায় অর্থাৎ দুই দিনে অন্তত ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার আরও ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বলেছে, গত ২৫ জুন থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে এ পর্যন্ত পাঞ্জাবে ১২৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪৬২ জন। এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) আজ থেকে পাঞ্জাবসহ পাকিস্তানের অনেক এলাকায় আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বলে জানিয়েছে ডন।
ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালাবাগ ও চাশমায় সিন্ধু নদীতে বন্যার সতর্কতা জারি করেছে পিডিএমএ। প্রবল বর্ষণের কারণে পাঞ্জাবের অনেক শহরে এরই মধ্যে দেখা দিয়েছে আকস্মিক জলাবদ্ধতা। -ডন
জলমগ্ন হয়ে পড়েছে অনেক আবাসিক এলাকা। পিডিএমএ মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানান, পটোহার অঞ্চলের প্লাবিত এলাকাগুলো থেকে ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে; এর মধ্যে ৩৯৮ জন ঝিলমে, ২০৯ জন চাকওয়ালে এবং ৪৫০ জন রাওয়ালপিন্ডিতে। শুক্রবার বৃষ্টিজনিত কারণে লাহোর ও চিনিওটে তিনজন, ওকারায় দুজন এবং চাকওয়াল ও সারগোধায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেসকিউ ১১২২। চাকওয়াল জেলায় দুজন স্রোতে ভেসে যাওয়ার পর শুক্রবার তাদের লাশ উদ্ধার করা হয়। অপর একজন ঘরের ছাদ ধসে পড়ে নিহত হন।
এদিকে চাকওয়াল এলাকায় তিন দিন পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ইসলামাবাদ বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আইইএসসিও জানায়, ৯৯টি হাই-টেনশন, ৪৮টি লো-টেনশন বৈদ্যুতিক খুঁটি এবং ৬৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আইইএসসিওর প্রকৌশলী ওয়াহিদ আহমেদ আব্বাসি ‘ডন’ পত্রিকাকে জানান, সম্পূর্ণ বিদ্যুৎ পুনরুদ্ধারে কমপক্ষে ৪৮ ঘণ্টা লাগবে। পিএমডি সতর্ক করেছে, বৃষ্টিতে শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস হতে পারে। বিশেষ করে ২১ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা ও প্রাদেশিক প্রশাসনকে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।