মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করেছেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা উসকে দেবে। গতকাল কঠোর নিরাপত্তার মধ্যে আল-আকসায় যান বেন গিভির। এ দখলদার সেখানে প্রকাশ্যে প্রার্থনা করেন। এর নিন্দা জানিয়ে সৌদি বলেছে, ‘আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উসকানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উসকে দেবে।’ -আরব নিউজ
আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হয়। এ মসজিদ নিয়ে কয়েক দশক পুরোনো একটি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, পবিত্র এ মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না। তবে ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গণে যেতে পারবে।
সৌদি আরব বিবৃতিতে আরও বলেছে, ‘ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও নিয়মের যে ব্যত্যয় ঘটাচ্ছে সেগুলো থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো অব্যাহত থাকবে।’
এদিকে, জর্ডানও দখলদার বেন গিভিরের এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, আল-আকসা মসজিদে দখলদার ইসরায়েলের কোনো ধরনের এখতিয়ার নেই। সূত্র : আরব নিউজ