ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পুজো-পাঠ থেকে শুরু করে গঙ্গাপানি ও দুধ দিয়ে মোদিকে স্নান করানো, পথচলতি মানুষের মধ্যেও লাড্ডু, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল থেকেই রাজনৈতিক দলমতনির্বিশেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অসংখ্য শুভেচ্ছা বার্তা এসেছে। অপরদিকে, মোদিকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন থেকে শুরু করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, অভিনেতা শাহরুখ খান, আমির খান, সানি দেওল, অজয় দেবগন, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, রজনীকান্ত, রমেশ বাবু, রণদীপ হুদা, সোনু সুদসহ প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
যুবরাজ সিং, ভেঙ্কটেশ প্রসাদ, সুরেশ রায়না, নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ, অভিনেতা ও অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটা দুর্দান্ত ফোন কল হয়েছে। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই! তিনি অসাধারণ কাজ করছেন। নরেন্দ্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ!’ প্রধানমন্ত্রী মোদি প্রত্যুত্তরে লিখেছেন, ‘ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে। টেলিফোন করে জন্মদিনে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানোর জন্য। আপনার মতো আমিও ভারত- যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সুসংহত ও বিশ্ব অংশীদারি নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিবদ্ধ। আমরা আপনার ইউক্রেন সংঘাত সমাধান সূত্রকে সমর্থন করি’।