২৪ নভেম্বর, ২০২০ ১৯:৫০

ওমরাহ এজেন্সিগুলোর লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়লো

অনলাইন ডেস্ক

ওমরাহ এজেন্সিগুলোর লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়লো

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওমরাহ এজেন্সিগুলোর তালিকা প্রকাশ ও লাইসেন্স নবায়নের জন্য সময়সীমা বর্ধিত করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আমিনুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর জারি করা ওমরাহ কার্যক্রমে এজেন্সির তালিকা প্রকাশ ও নবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তির শর্তাবলী বহাল রেখে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।’

অন্যদিকে, এ বছর ওমরাহ পালনের জন্য প্রায় ১০ হাজার মুসল্লিকে অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। করোনা মহামারির কারণে গত ৭ মাস ধরে ওমরাহ বন্ধ থাকার পর এ অনুমতি দেওয়া হয়। তবে এ অনুমতি দেওয়ার পেঁছনে কিছু নিয়ম-কানুন ও বেধে দেয় সৌদি সরকার। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর