২৫ মার্চ, ২০২৩ ১৪:০৮

ময়মনসিংহের সেরা ৩ হাফেজ কারা, দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের সেরা ৩ হাফেজ কারা, দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে

পূণ্যভূমি খ্যাত সিলেটের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ এর ময়মনসিংহ বিভাগীয় জোনের অডিশন। আজ শনিবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন বিকেল ৫টা ১০ মিনটে প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় জোনের অডিশন রাউন্ড দেখা যাবে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের পর্দায়। আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ক্যাপিটাল এফএম।  

দেশসেরা অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষানগরী খ্যাত ময়মমনসিংহে গড়ে উঠেছে সাড়ে সাতশ’র বেশি মাদ্রাসা।

সেসব মাদ্রাসা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১৫ বছরের কম বয়সী ৬ শতাধিক হাফেজ। তাদের মধ্য থেকে ময়মনসিংহ বিভাগীয় জোনের সেরা ৩ হাফেজকে নির্বাচিত করবেন বিচারকরা। আজ সন্ধ্যায় জানা যাবে সেই তিনজন ভাগ্যবান কারা?
চলতি রমজান মাসকে সামনে রেখে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্টপোষকতায় হাফেজদের এই প্রতিযোগিতার আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।  

দেশের ৯টি জোন থেকে সেরা তিনজন করে মোট ২৭ জন হাফেজ প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। তাদের সবাইকে অভিভাবকসহ ঢাকায় আনা হবে। আর ঢাকা বিভাগের দুই জোন (উত্তর ও দক্ষিণ) থেকে ৯ জন করে মোট ১৮ জন হাফেজ দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই ৪৫ জন প্রতিযোগি নিয়ে অনুষ্ঠিত হবে বিশুদ্ধ ও সুন্দর কুরআন তিলাওয়াতের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। দেশ বরণ্যে ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারক মণ্ডলী তাদের মধ্য থেকে ফাইনাল রাউন্ডের জন্য ৫ জন কুরআনের হাফেজকে বাচাই করবেন।

রিয়েলিটি শো ও দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ ‘কুরআনের নূর’ এর প্রথম বিজয়ী একজন পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী একজন পাবেন ৭ লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার একজন পাবেন ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসাবে ২ জন পাবেন ২ লাখ টাকা ও সম্মাননা। সেরা আটে থাকা অন্যরা পাবেন এক লাখ টাকা আর্থিক পুরস্কার ও সম্মাননা।
 
উল্লেখ্য, পবিত্র কুরআন নাজিলের মাস ও বহুল প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নিবেদন করা হচ্ছে ‘কুরআনের নূর’। এই আয়োজনের মাধ্যমে কোরআনের শ্রেষ্ঠ হাফেজদের সম্মাননা ও আর্থিকভাবে পুরস্কৃত করবে বসুন্ধরা গ্রুপ। বরাবরই আন্তরিকতার সঙ্গে কুরআনে হাফেজদের পাশে থেকেছে বসুন্ধরা গ্রুপ। তবে এবার এই হাফেজদের জন্য বসুন্ধরা গ্রুপ সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে, যার শুভসূচনা হচ্ছে এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে।  আগামী বছর থেকে প্রতিযোগিতাটি আন্তর্জাতিকভাবে আয়োজনের প্রত্যাশা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর