সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে ‘বসন্তের কোকিল' বলে কটাক্ষ করে, তিন দলেরই কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার কৃষ্ণনগরে ভোটপ্রচারে তিনি বলেন, 'তৃণমূলই হবে এ দেশে তৃতীয় বিকল্প শক্তি৷'
সিপিএম, বিজেপি ও কংগ্রেস গোপনে আঁতাত করেছে, প্রচারসভায় তিনি এ অভিযোগ করেন৷ তাদের লক্ষ্য, তৃণমূল কংগ্রেসকে আটকানো৷ ভোটে জিততে পারবে না বুঝেই তারা এই বাংলায় ভোট কাটার রাজনীতি করছে৷ নেত্রীর হুঁশিয়ারি, কোনওভাবেই তৃণমূলকে হটানো যাবে না৷
এদিন শুরু থেকেই তিনি মোদি সরকারের সমালোচনা শুরু করেন মমতা৷ শিশু মৃত্যুর হারের কথা উল্লেখ করে তাঁর দাবি, শিশুমৃত্যুর হার পশ্চিমবঙ্গের চেয়ে বেশি গুজরাতে৷ মোদির ‘উন্নয়ন'-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, গুজরাতকে এ রাজ্যের মতো ঋণের বোঝা বইতে হলে, কাজ করা সম্ভব হত না৷ পাশাপাশি কংগ্রেসকেও তীব্র কষাঘাত করেন তিনি৷ বলেন, কংগ্রেস শুধু জিনিসের দাম বাড়াচ্ছে, দাম কমছে সাধারণ মানুষের৷ মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণের পাশাপাশি তৃণমূল নেত্রী কংগ্রেসকে মিথ্যেবাদী ও দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএম ধবংসের রাজনীতি করছে৷ কোকিল যেমন, বসন্তে কুহু কুহু করে ডাকে৷ এই রাজনৈতিক দলগুলোও তেমনি ভোট এলেই তাদের কথা শুরু করে৷ সিপিএম কংগ্রেসকেও তুষ্ট করে আবার বিজেপির সঙ্গেও আঁতাত করে৷ তৃণমূল সুপ্রিমো এদিন চ্যালেঞ্জ করে সিপিএম, কংগ্রেস, বিজেপি-সব অন্যান্য নির্দল দলকে হারানোর ডাক দেন সাধারণ মানুষকে৷