রুপালী পর্দার নায়ক যদি মাঠে-ঘাটে হেঁটে বেড়ান তাহলে টিকিট কেটে তঁকে দেখার উন্মাদনা কী আর থ্কবে।"দেখো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি বাড়ি বাড়ি ঘোরেন। মেঠো উনুনে তৈরি চা খান। শাহরুখ খান রাস্তায় হেঁটেছেন। সিনেমা মুক্তির আগে উনি মানুষের মাঝে আসেন। তাঁদের জনপ্রিয়তা কমা তো দূর , বরং বেড়েই চলেছে। তাহলে আমার ক্ষেত্রে এই প্রশ্ন আসছে কেন।" এমনটাই জবাব দেবের।
দেব আরও বলেন, সবার কাছে পৌঁছে আমি জানাতে চাই, রুপালী পর্দার নায়কের পাশাপাশি আমি তোমাদের এলাকার লোক। এখানকার ধুলো-মাটি মেখে আমার ছোটবেলা কেটেছে। আমার পিতৃপুরুষরাও এই মাটি থেকে উঠে এসেছেন। এখানকার মানুষ ভাল থাকলে আমি ভাল থাকি। তাঁরা দুঃখ পেলে আমার কষ্ট হয়।"
দেব বলেছেন, সুযোগ পেলে তিনি বিরোধী বামফ্রণ্টের প্রার্থী সন্তোষ রানার বড়িতে চা খেতে যাবেন। সন্তোষবাবুও বলেন, দেব এলে স্বাগত জানাবো। রাজনীতিতে এমন সৌহার্দ্য দেখে অভিভূত হন সবাই।