‘আমি রাজনীতিতে আনকোড়া। আমার মন পরিস্কার। কাউকে হেয় করে মন্তব্য করিনি। মা, বোন প্রত্যেক মহিলাকে সম্মান করি আমি। কাউকে আঘাত করতে চাইনি। আন্তরিক ভাবে দুঃখিত।’ এভাবেই দেব ক্ষমা চাইলেন মাইক্রোব্লগিং সাইট টুইটারে। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিরোধীদের তুমুল আক্রমণের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
নারী নির্যাতন যখন তৃণমূল সরকারের প্রধান মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে, তখন খোদ দলের তারকা প্রার্থীর এমন একটি বিতর্কিত মন্তব্য স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। তুমুল সমালোচনার মুখে পড়ে তৃণমূল নেতৃত্ব। সূত্র থেকে জানা যায়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষমা চান ঘাটালের এই তারকা প্রার্থী।
ওদিকে দেবের মনোনয়ন বাতিলের দাবি জানান যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি তথা উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহা। দেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বালুরঘাটের কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, ‘এই নিন্দনীয় মন্তব্য থেকে ওঁর অসংবেদনশীলতা পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এটি তৃণমূল নেত্রীর অপরিণত সিদ্ধান্তের ফল।’