নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল শ্রীরামপুরের বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ীর বিরুদ্ধে। কমিশনের অনুমতি ছাড়াই অতিরিক্ত গাড়ি নিয়ে রোড শো করায় এ অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।
পাশাপাশি, রাস্তা আটকে দীর্ঘক্ষণ ধরে এই রোড শো হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। শুক্রবার ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ দিন। পরীক্ষা চলাকালীন এই ধরনের রোড শো, নির্বাচনী বিধিভঙ্গ করে বলেও অভিযোগ তোলা হয়েছে। নির্বাচন কমিশনে এই অভিযোগ দায়ের করা হয়েছে।