নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মমতার বিরুদ্ধে তদন্ত শুরু করল ভারতের নির্বাচন কমিশন। তদন্ত করে দেখা হচ্ছে তার বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা সুনীল গুপ্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত রিপোর্টটি নয়াদিল্লিতে ভারতের নির্বাচন কমিশনে পাঠানো হবে।
জানা যায়, মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে সিপিএম। তাদের অভিযোগ, কয়েকদিন আগে একটি নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে উত্তেজক মন্তব্য করেছেন। এতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে সিপিএমের দাবি। তারা বিষয়টি লিখিতভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছে অভিযোগ জানায়। অভিযোগ করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের কাছেও। তারই ভিত্তিতে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে দেখছেন।