পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সময়সূচি ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। আজ শুক্রবার দিল্লিতে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত পডুচেরিতে ভোটের দিন চূড়ান্ত করার পর এক সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করেন দেশটির মুখ্যনির্বাচন কমিশনার সৈয়দ নাসিম আহমেদ জাইদি। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই পাঁচ রাজ্যেই চালু হয়ে গেল নির্বাচনের আদর্শ আচরণবিধি।
মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে মোট ছয় দফায় ভোটের দিন ঘোষণা করেন। রাজ্যের মোট ২৯৪ আসনের মধ্যে প্রথম পর্বের ভোট হবে দুই দিনে। মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোর জন্য প্রথম দিন ৪ এপ্রিল ১৮টি আসনে এবং দ্বিতীয় দিন ১১ এপ্রিল ৩১টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় আগামী ১৭ এপ্রিল ৫৬টি আসনে, তৃতীয় দফায় আগামী ২১ এপ্রিল ৬২টি আসনে, চতুর্থ দফায় ২৫ এপ্রিল ৪৯ টি আসনে, পঞ্চম দফায় আগামী ৩০ এপ্রিল ৫৩টি আসনে এবং ষষ্ঠ দফায় আগামী ৫ মে ২৫ টি আসনে ভোট নেওয়া হবে।
আসামে ১২৬টি আসনের জন্য মোট দুই দফায় আগামী ৪ এপ্রিল ৬৫টি আসনে এবং ১১ এপ্রিল ৬১টি আসনে ভোট নেওয়া হবে। কেরলে ১৪০টি আসন, তামিলনাড়ুর ২৩৪টি আসন এবং পডুচেরিতে ৩০টি আসনের জন্য একটি মাত্র দফায় ভোট হবে আগামী ১৬ মে।
পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে ভোট গণনা অনুষ্ঠিত হবে ১৯ মে। আগামী ২১ মে’এর মধ্যেই নির্বাচনের যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। এদিনে সাংবাদিক সম্মেলনে জাইদি জানান পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ছয় দফায় ভোট হবে।
এবারের পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ। অন্যদিকে তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৮ লাখ, কেরলে ২ কোটি ৫৬ লাখ, অসমে ১ কোটি ৯৮ লাখ এবং পডুচেরিতে ভোটারের সংখ্যা ৯ লাখ ২৭ হাজারের মতো।
সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই থাকছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই থাকছে কেন্দ্রীয় নিরপত্তা বাহিনী। প্রতিটি জেলায় থাকবে ৫ জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক। ভোটারদের মধ্যে বিভ্রান্তি দূর করতে এবারই প্রথম প্রার্থীদের নামের পাশে তার দলীয় প্রতীক চিহ্ন এবং মুখেরও ছবি থাকবে। পাশাপাশি নান অব দ্য এবাভ (নোটা)’র জন্য আলাদা প্রতীক চিহ্ন থাকবে বলে ঘোষনা দিয়েছে কমিশন। দেশটির ন্যাশনাল ইনস্টিটউট অব ডিজাইন-এর সহায়তায় নোটা’র প্রতীক চিহ্নটি নকশা করেছে কমিশন।
ভারত-বাংলাদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর ভারতের কুচবিহারে আগত ১৬ হাজার সাবেক ছিটমহলবাসীরাও এবারের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এদের ভোট গ্রহণের ৪ টি বিধানসভা আসনের জন্য ৪১টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/শরীফ