স্কুলে সহপাঠীকে উত্ত্যক্ত কে উত্যক্ত করে- এমন প্রশ্নে অধিকাংশেরই অভিযোগের আঙুলটা থাকে ছেলেদের দিকে। কিন্তু ভারতে করা একটি গবেষণায় দেখা গেছে, মেয়েরাই সহপাঠীকে বেশি উত্যক্ত করে। পশ্চিমবঙ্গের কলকাতা ও হুগলির কিছু বাংলামাধ্যম স্কুলের পড়ুয়াদের নিয়ে করা একটি গবেষণা এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় আরও বলা হয়, উত্যক্ত যারা করছে সেই মেয়েরা কিন্তু পড়াশোনায় পিছিয়ে নেই। বাংলা এবং বিজ্ঞানের বিষয়গুলিতে তারা ভালই ফল করছে। উত্যক্ত করা ঘটনা বেশি ঘটে সপ্তম ও অষ্টম শ্রেণিতে। নবম শ্রেণিতে ওঠার পর ক্লাসের সহপাঠীর পিছনে লাগা বা তাকে উত্ত্যক্ত করার প্রবণতা ক্রমশ কমতে থাকে।
গবেষক মনস্তত্ত্ব বিভাগের শিক্ষিকা রুমকি গুপ্ত বলেন, এসব উত্যক্তকারী মেয়েরা যে শুধু ভাল ফল করেছে, তা নয়। তারা উচ্চশিক্ষায় যেতেও আগ্রহী।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের শিক্ষিকা তিলোত্তমা মুখার্জির বলেন, যে বাচ্চারা বাড়িতে বাবা-মা বা অভিভাবকদের কাছে সব সময় বকুনি খায়, নিয়ন্ত্রিত হয়, তারাই স্কুলে এসে অপেক্ষাকৃত দুর্বল সহপাঠীদের আক্রমণ করে। যে বাচ্চারা বাড়িতে সাংসারিক হিংসা দেখে বড় হয়, তাদের মধ্যেও এই প্রবণতা তৈরি হয়। তারা অন্যকে আঘাত করে আনন্দ পায়। এটা পরিবেশগত বা জিনগত সমস্যাও হতে পারে। এরা নিজেদের কাজের জন্য লজ্জাবোধ করে না, কোনও নিয়ম মানে না, কাউকে এবং কোনও শাস্তিকেই ভয় পায় না। বরং শাস্তি উপভোগ করে। এসব করে দৃষ্টি আকর্ষণ করার একটা প্রবণতাও এদের মধ্যে কাজ করে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা