ষষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে শনিবার। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মোট ২০০টি ছবি এ উৎসবে দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সন্দীপ রায়ের 'ডবল ফেলুদা'। ফেলুদার ৫০ বছর উপলক্ষে এই ট্রিবিউট।
সত্যজিৎ রায়ের বিখ্যাত দুটি গল্প গোলকধাম রহস্য এবং সমাদ্দারের চাবি নিয়ে তৈরি হয়েছে 'ডবল ফেলুদা' ছবিটি। ছবি প্রদর্শিত হওয়ার পাশাপাশি গগণেন্দ্র প্রদর্শনশালায় একটি আর্ট এক্সিবিশন হবে। বিষয় 'দ্য ম্যাজিকাল ওয়ার্ল্ড অব সায়েন্স ফিকশন ফিল্মস'। উদ্বোধনের দিন 'ফেলুদা ৫০', 'কল্পবিজ্ঞানের সিনেমা: জাদুর দুনিয়া' ম্যাগাজিনও লঞ্চ হবে।
প্রতিদিন বিকেলে মুক্তমঞ্চে ছোটদের ছবি নিয়ে থাকছে আড্ডা ও কুইজ প্রতিযোগিতা। উৎসবের উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন অমিত মিত্র, ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, অর্পিতা ঘোষ, সন্দীপ রায় এবং গৌতম ঘোষ।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা