নোট বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে ফের বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্যটির সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনি বলেছেন, 'মুখ্যমন্ত্রীর শালীনতা নেই। সংবিধানও মানেন না। এগুলি পাগলামি ছাড়া আর কিছুই নয়। আর ক'দিন পর নবান্ন (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়) থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না ওনার।' খবর কলকাতা টুয়েন্টিফোরের।
নোট বাতিল ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন মমতা ব্যানার্জী। রাষ্ট্রপতির কার্যালয়েও গিয়েছেন। মমতার মোদী হঠাৎ 'মোদি হটাও, দেশ বাঁচাও'-এর স্লোগানের জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তার কথায়, প্রধানমন্ত্রী মানুষের কথা ভেবে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের কোনও সমস্যা হয়নি। কিন্তু, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন (কালোটাকার কারবারি) তারাই এসব কথা বলছেন। মুখ্যমন্ত্রীর এসব কথা মানুষ শুনছে না।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা