সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার পশ্চিমবঙ্গের বিতর্কিত তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পালকেও তলব করেছে ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। চিটফান্ড সংস্থা রোজভ্যালি থেকে টাকা নিয়েছিলেন কৃষ্ণনগরের এই সাংসদ। সেই কারণেই তাকে ডেকে পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তারা। কলকাতা টুয়েন্টিফোর এ খবর প্রকাশ করেছে।
আগামী এক সপ্তাহের মধ্যে তাপস পালকে দেখা করতে বলা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ফের নোটিস পাঠিয়েছে সিবিআই।
কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা সূত্রে খবর, রোজভ্যালি থেকে একাধিকবার টাকা নিয়েছেন শাসকদলের এই দুই সাংসদ। সেই টাকা তারা কেন নিয়েছন এবং তা কিভাবেই বা খরচ করেছেন তা জানতেই এই নির্দেশ।
এই বিষয়ে তাপস পালের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে ঘটনা যাই হোক, দুই সাংসদের তলব খানিকটা হলেও অস্বস্তি বাড়াবে শাসকদলের।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা