দীর্ঘ জেরায় অসঙ্গতির পাওয়ায় পশ্চিমবঙ্গের আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ তাপস পালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দুর্নীতির অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা দফতরে তাকে চার ঘণ্টা জেরা করা হয়। কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাপস পালকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন গোয়েন্দারা। খবর জিনিউজের।
গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানায়, জেরায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে যান তৃণমূলের সাংসদ তাপস। বেশ কয়েকটি নথি নিয়েও তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।
রোজভ্যালি এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম ডিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন তাপস পাল এবং তার স্ত্রী। সেই সূত্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়। তদন্তে এই সূত্র উঠে আসে সিবিআই গোয়েন্দাদের হাতে। গত বছর মার্চে তৃণমূল সাংসদের দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাসিও হয়। বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথি।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা