নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, মনে হয় না যে সবদিক বিবেচনা করে এই নোট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেসব দিকগুলি ভাবনাচিন্তা না করে তড়িঘড়ি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ আরও জানান, যেহেতু এই পুরো বিষয়টির সঙ্গে অর্থনীতির যোগ রয়েছে, সেক্ষেত্রে নোট বাতিলের এই সিদ্ধান্তের পিছনে কোন যুক্তি খুঁজে পাচ্ছি না। এর ফলে জনজীবনে বিরূপ প্রভাব সৃষ্টি হবে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছেন অমর্ত্য সেন। নোট বাতিলের সিদ্ধান্তকে মোদির স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সিদ্ধান্ত বলেও অভিহিত করেন তিনি।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা