আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই চাঁদ ছোঁবে ভারতের চন্দ্রযান-২। ভারত তো বটেই, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ল্যান্ডার বিক্রমের দিকে। কিন্তু শুক্রবার দুপুরে বিধানসভায় বিস্ফোরক অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরাসরি বলে দিলেন, এ সব করা হচ্ছে দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই। যার সারমর্ম হচ্ছে, দেশের অর্থনৈতিক দুর্দশা থেকে জনতার নজর ঘোরাতেই চন্দ্রযান-২ পাঠানো হয়েছে।
ভারতের সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, যেন এই প্রথম চন্দ্রযান গেল! যেন ওরা (বিজেপি) সরকারে আসার আগে এ রকম মিশন হয়নি! দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এই সব করা হচ্ছে। ৫০ বছর ধরে এই গবেষণা চলছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এই বিপর্যয় থেকে নজর ঘোরাতে এখন আমাদের চন্দ্র দেখাচ্ছে।' তিনি বিজেপি নেতাদের চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে থাকার পরামর্শ দিয়ে আরও বলেন, ’বিজেপি নেতারা যাক, চাঁদে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুক। সেখানে বহুতল ভবন নির্মাণ করুক।’ সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক