ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জিএনইউ) স্টুডেন্স ইউনিয়নের প্রধান ঐশী ঘোষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্টস ইউনিয়নের প্রথম কোনো সভাপতি হিসেবে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জামুরিয়া আসনে তাকে সিপিআই (এম) মনোনয়ন দেবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার এক টুইটপোস্টে তিনি বলেন, জামুরিয়া আসন থেকে আমি এবার নির্বাচনে প্রার্থী হচ্ছি। সবার সহযোগিতা কামনা করছি।
২৯৪টি আসনে ২৭ মার্চ থেকে আট দফায় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দফা হবে ২৯ এপ্রিল। আর ২ মে থেকে ভোট গণনা করা হবে।
এবারের নির্বাচনে কংগ্রেস ও বামপন্থীরা যৌথভাবে লড়ছে। তাদের সঙ্গে ভারতীয় সেকিউলার ফ্রন্ট বা আইএসএফও রয়েছে।
গত জানুয়ারিতে জেএনইউ ক্যাম্পাসে বিক্ষোভে ঐশী ঘোষ মারাত্মকভাবে আহত হয়েছেন। তখন তার মুখমণ্ডল থেকে ব্যাপক রক্ত ঝরতে দেখা গেছে।
হাতুড়ি, লোহার রড, কাচের বোতল নিয়ে ৭০ জনের মতো মুখোশধারী ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে রক্তারক্তি ঘটেছে।
বিডি প্রতিদিন/আরাফাত