আগামী চার বছরের মধ্যে ভারতে ই-কর্মাস ডিজিটাল ওয়ালেটের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ইন-স্টোর প্রদানের পদ্ধতি হিসাবে নগদকে ছাড়িয়ে যাবে।
এফআইএস থেকে ওয়ার্ল্ডপে এর ২০২১ গ্লোবাল পেমেন্টস রিপোর্ট অনুযায়ী ৪১ টি দেশে ই-কর্মাসের নতুন পেমেন্টের প্রবণতা বেড়েছে যা ভবিষ্যতেও থাকবে। ভারতে এই দ্রুততম অনলাইন পেমেন্ট পদ্ধতির স্লোগান, 'এখনই কিনুন, পরে অর্থ প্রদান করুন।'
চলতি বছরের মধ্যে ভারতের ই-কমার্স মার্কেট ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১১ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। মোবাইল অনলাইন শপিংয়ের বার্ষিক ২১ শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গবেষণায় দেখা গেছে যে, 'বৈশ্বিক বাজারে ই- বাণিজ্য করোনা মহামারীতে বৃদ্ধি পেয়েছে। ভারত সহ অন্যান্য দেশগুলোতে কভিড -১৯ এর কারণে ভোক্তাদের আচরণে পরিবর্তন এনেছে এবং মোবাইলে পেমেন্টের প্রবণতা বেড়েছে।'
প্রতিবেদনে বিশ্লেষণের ভিত্তিতে জানা যায়, বাজারের বর্তমানে কেবলমাত্র তিন শতাংশ ই পেমেন্ট হচ্ছে যা ২০২৪ সালের মধ্যে ৯ শতাংশে উন্নীত হবে। ডিজিটাল ওয়ালেট, (৪০ শতাংশ) এর পরে ক্রেডিট কার্ড (১৫ শতাংশ) এবং ডেবিট কার্ড (১৫ শতাংশ) ২০২০ সালে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় অর্থপ্রদানের পদ্ধতি ছিল।
এফআইএসের ওয়ার্ল্ডপে এর এশিয়া প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক ফিল পমফোর্ড বলেছেন, 'কভিড -১৯ এর কারণে ভারতীয় ই-বাণিজ্য শিল্পে প্রচুর উত্থান দেখা দিয়েছে এবং ভবিষ্যতে এর বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। ই-কমার্স কেবল ট্রেডিশনাল ওয়েবসাইটগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক বাণিজ্যে মিশেছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির