পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সমর্থনে কথা বলেছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি বলেছেন, বুথে, ইভিএম মেশিনে কারচুপি না হলে শাসকদল তৃণমূল কংগ্রেসই জিতবে। পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির বেশি সংখ্যক আসন দখলকেও সাদা চোখে দেখছেন না শিল্পী।
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিস্মিত নচিকেতা। করোনা মহামারীর এই পরিস্থিতিতেও কেন ৮ দফা ভোট হচ্ছে, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তামিলনাড়ুর উদাহরণ টেনে তার মত, ‘‘রাজ্যের অবস্থা বুঝে বাংলাতেও তামিলনাড়ুর মতোই এক দফায় নির্বাচন শেষ করে দেওয়া উচিত ছিল।’’
রাজ্য সরকারের সপক্ষে নচিকেতা বলেন, শাসকদলের কিছুই করার নেই। পুরোটাই কেন্দ্রীয় সরকারের তুঘলকি শাসনের নামান্তর।
পশ্চিমবঙ্গে সরকার গড়তে চায় বিজেপি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এককাট্টা হয়ে লড়ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে নচিকেতা বলেন, ‘‘শুধু মুখ্যমন্ত্রীকে ঠেকাতে পশ্চিমবঙ্গে ২২ বার ছুটে এলেন নরেন্দ্র মোদি। অমিত শাহ তো নিত্য যাত্রী। কেবল রেশন কার্ডটাই নেই তাদের।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/ফারজানা