আমাদের পুলিশের ব্রেনটা গেছে। নির্বাচন কমিশন যা বলছে, তাই করছে পুলিশ। রবিবার ভারতের বহরমপুরে এক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে রাজ্য পুলিশকে উদ্দেশ করে এই কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, মনে রাখবেন ভোটের পর আমরাই ফিরছি। হোয়াটস অ্যাপ চ্যাট আমার কাছে এসেছে। কমিশন সিপিএফ পাঠিয়ে বিজেপিতে মদদ দিচ্ছে। ক্রিমিনালদের পাহারা দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স দেওয়া হচ্ছে। আমাদের পুলিশ বেচারা ইলেকশন এলেই ভয়ে চুপচাপ থাকে। যেন ঘুঘুর বাসায় পড়েছে। নিজেদের যে ব্রেনটা ইউজ করতে পারে না। তারা ভাবে ইলেকশন কমিশন যেটা একদিনের জন্য বলছে সেটা শুনতে বাধ্য। কিন্তু বাকি যে ৫ বছর আছে সেটা জানে না।
বিডি প্রতিদিন/আরাফাত