ভারতে করোনার এত মৃত্যু ও সংক্রমণ, প্রতিদিন আগের দিনের রেকর্ড ভাঙছে। পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ভয়াবহ। এর মধ্যে সেখানে সপ্তম দফার ভোট হয়েছে। আর এই ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ ও সহিংসতাও হয়েছে। প্রার্থীদের ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। সবমিলিয়ে ভোটে পশ্চিমবঙ্গের চেনা ছবিটা বদলায়নি। জগদ্দলে দুষ্কৃতীদের বোমায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নানুরে একটি পরিত্যক্ত শৌচালয়ের ভেতর বোমা বিস্ফোরণ হয়েছে। আশপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুতিতে নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে রানিনগরে সকাল থেকেই গোলমাল হয়। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছে। বিজেপি প্রার্থী গাড়ি আক্রমণের অভিযোগ করেছিলেন। কিন্তু কমিশন তা খারিজ করে দিয়েছে।
আসানসোলেও গোলমাল হয়েছে। তৃণমূল প্রার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। বিজেপি নেতা ও প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ধরে ‘বিশ্বাসঘাতক’ বলে আওয়াজ তোলে তৃণমূল কর্মীরা। আবার কলকাতার মাঝেরহাটে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন।
কলকাতায় একটি কেন্দ্রে বিজেপি এজেন্টের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তাকে পুলিশ আটক করেছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। রাসবিহারীতে প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হবিবপুরে তৃণমূলের অফিস ভাঙচুর করা হয়েছে। বন্দর এলাকায় ভোটার স্লিপ ছেঁড়া নিয়ে গোলমাল হয়েছে। নানুরে প্রবল বোমাবাজি হয়েছে।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় (এক দিনে) করোনা আক্রান্ত হয় ৩,৫২,৯৯১ জন। মৃত্যু হয়েছে ২৮১২ জনের।
অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের সুনামি ভয়াবহ চেহারা নিচ্ছে। এবার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয় ৫৭ জনের।
সূত্র: ডয়চে ভেলে, পিটিআই, আনন্দবাজার, এবিপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ