ভারতে ভ্যাকসিন নিয়ে ভয়াবহ সংকট চলছে। এর মধ্যেই করোনা পরিস্থিতির এই অবনতি হয়েছে। এ নিয়ে বিজেপি সরকারকে দায়ী করেছে তৃণমূল। যা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুললেন।
আজ বুধবার ভারতীয় মিডিয়াকে তিনি বলেছেন, পানের দোকান নাকি, টাকা দিলেই ভ্যাকসিন পাওয়া যাবে?
তিনি বলেন, এখন পর্যন্ত ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া গেছে। এটা কি পানের দোকান নাকি যে ওভার দ্য কাউন্টার টাকা দেবে আর ভ্যাকসিন পাওয়া যাবে। সারা পৃথিবী এটা নিয়ে চিন্তা করছে। মুড়ি-মিছরির মতো গল্প নাকি। তৃণমূলের কাছে নতুন কিছু নেই। করোনাকে কেন্দ্র করে রাজনীতি করছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপেস।
বিডি-প্রতিদিন/শফিক