এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এক হাত নিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি যোগীর সমালোচনার করে বলেন, ‘এই লোকটাকে বাংলায় ঢুকতে দেওয়া বন্ধ করা হোক। ভাল লোকগুলো মরছে, এই আপদটা মরছে না কেন?’
বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় শ্রীলেখাকে। যোগীর বাংলায় প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলে করা শ্রীলেখার এই মন্তব্যে নেটিজেনরাও বেশ সাড়া দিয়েছেন এবং সহমত প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দেশে ক্রমশই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭জন। মৃত্যুর নিরিখেও ভেঙেছে রেকর্ড।
বিডি-প্রতিদিন/শফিক