পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনের ভোট গণনা চলছে। আজ রবিবার ভারতীয় সময় সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বেশ কয়েকবার ভোট গণনার ফল চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
আনন্দবাজার পত্রিকা তাদের সর্বশেষ বুলেটিনে বলেছে, তৃণমূল এগিয়ে আছে ২০৭ টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ৮১টি আসনে।
এবিপি আনন্দ জানিয়েছে, তৃণমূল এগিয়ে আছে ২০৫ টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ৮৪টি আসনে।
বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা