২৯ জুলাই, ২০২১ ১৩:৫১

ভারতের প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন জানিয়ে যা বললেন মমতা

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন জানিয়ে যা বললেন মমতা

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমি চাই, বিরোধীরা একজোট হোক। একা আমি কিছু করতে পারব না। আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার। সকলকে একজোট হতে হবে।’

গতকাল বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক শেষে মমতা ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। ওই বৈঠকে  রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। মমতা জানান, খুবই ইতিবাচক বৈঠক হয়েছে। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। পেগাসাসসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

মমতা আরও বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের কিছু দিন বাকি আছে। সামনে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। সেখানে বিরোধীরা এক হয়ে লড়ুক। উল্লেখ্য, মমতা এদিন তার সংসদীয় দলের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকের পর দলের লোকসভা সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন, ‘সংসদ সদস্যরা মমতা ব্যানার্জিকেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। এখন দেশের মধ্যে তিনি বিরোধীদের প্রধান মুখ। তিনিই একমাত্র বিজেপিকে হারাতে পারেন। তাই আমরা প্রস্তাব নিয়েছি, মমতার নেতৃত্বে লড়ে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে চাই।’

সূত্র : ডয়চে ভেলে

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর