শিশুটির মায়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল এক যুবকের। বাড়িতে স্বামী না থাকাকালীন তিনি আসতেন। স্বামী ফেরার আগেই প্রেমিক বাড়ি থেকে চম্পট দিতেন। এভাবেই দিনের পর দিন কাটছিল। তবে একদিন ঘটল বিপত্তি। তার জেরে মায়ের পরকীয়া সম্পর্কের দাম দিতে হলো শিশুকে। কারণ, তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকার। এতে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়েছে, আমডাঙার গজবন্দ এলাকার বাসিন্দা সাবিনার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল বাবু নামের যুবকের। এই বিবাহবহির্ভূত সম্পর্ক স্বামী জানতে পারায় সংসারে অশান্তি পর্যন্ত হয়েছিল। তখন কিছুদিন বাবুর এই বাড়িতে আনাগোনা বন্ধ ছিল। সম্প্রতি আবার যাতায়াত শুরু হয়। ঠিক দুপুর হলেই লুকিয়ে এই বাড়িতে ঢুকে পড়তেন বাবু। তারপর বিকাল হতেই চলে যেতেন।
আজ সোমবার সকালে ভয়ংকর ঘটনাটি ঘটে। সাবিনার প্রেমিক বাবু কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে চম্পট দেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি শিশুটির। তারপর স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুকুরের পানি ভাসছে শিশুটির মরদেহ। তখন তারা পুলিশে খবর দেন।
শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই শিশুর মা অভিযুক্ত সাবিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আর বাবুর খোঁজে আমডাঙা থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। শিশুটির জন্য পরকীয়া সম্পর্কে সমস্যা তৈরি হচ্ছিল বলেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেন বাবু। পুলিশ ধারণা করছে, এই শিশুর নিখোঁজের খবর ছড়িয়ে দিয়ে বাবুর হাত ধরে পালিয়ে যাওয়ার ছক ছিল সাবিনার।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ