ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার টাকি পর্যটন কেন্দ্রে ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতির তীরে সেলফি পয়েন্টের উদ্বোধন করলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান। শনিবার (২৮ মে) বিকালে টাকিতে আসেন এই টলিউড অভিনেত্রী ও সাংসদ।
প্রথমে নবনির্মিত টাকি পুরো বোর্ডের সদস্যদের সঙ্গে এক বৈঠকে বসেন নুসরাত জাহান। বৈঠক শেষে এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্তের টাকি ইছামতীর পশ্চিম তীরে সেলফি পয়েন্টের উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন তিনি।
এসময় সেখানে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের তৃণমুল বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির উপস্থিতিতে বিধায়ক ও সাংসদ পায়রা উড়িয়ে সেলফি পয়েন্টের উদ্বোধন করেন। সেলফি পয়েন্টে দাঁড়িয়ে মোবাইল নিয়ে নিজেই সেলফিতে ব্যস্ত হয়ে পড়েন নুসরাত। তিনি বলেন, সবার কাছেই এখন স্মার্ট ফোন আসে, যারা বিকালে টাকিতে ঘুরতে আসবে সবাই সেলফি তুলবে। যত বেশি সেলফি তুলবে তত বেশি টাকির নাম ছড়িয়ে পড়বে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ