পশ্চিমবঙ্গের বর্ধমান রেল স্টেশন থেকে আটককৃত মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ‘ইসলামি স্টেট অব ইরাক এন্ড সিরিয়া’ এর সক্রিয় সদস্য মুহাম্মদ মসিউদ্দিন ওরফে মুসার (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ (এনআইএ)-এর বিশেষ আদালত।
দেশদ্রোহিতা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (এ), ১২২, ১২৩ ধারায়, আনলফুল অ্যাকটিভিটিস প্রিভেনশন অ্যাক্ট (ইউপিএ) আইনের ১৮,২০ ও ৩৮ ধারায় এবং অস্ত্র আইনে মামলা চলছিল এবং এই সব অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয় মুসাকে।
শুক্রবার কলকাতাস্থ এনআইএ’এর বিশেষ আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। বর্তমানে আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন মুসা, এদিন সেখান থেকে ভার্চুয়াল শুনানিতে এই নির্দেশ দেয় আদালত। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই প্রথম কোন আইএস জঙ্গির সাজা ঘোষণা করা হল।
২০১৬ সালে গ্রেফতার হওয়ার পর ছয় বছর ধরে তদন্তের পর অবশেষে মুসার সাজা ঘোষণা করল আদালত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন