২৩ নভেম্বর, ২০২২ ১৩:৩৪

শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস

দীপক দেবনাথ, কলকাতা

শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি.ভি. আনন্দ বোস। বুধবার সকাল পৌনে এগারোটায় রাজ্যটির রাজভবনে শপথগ্রহণ করেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 
 
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা, দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ ব্যানার্জি, মালা রায়। উপস্থিত ছিলেন সিনিয়র সিপিআইএম নেতা বিমান বসু। 

তবে আমন্ত্রিত থাকলেও উপস্থিত ছিলেন না রাজ্যর বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। যদিও টুইটারে নতুন রাজ্যপালকে অভিনন্দন জানান তিনি। 

এদিনের অনুষ্ঠানে রাজ্যের সাবেক রাজ্যপাল সস্ত্রীক গোপালকৃষ্ণ গান্ধীও উপস্থিত ছিলেন। রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণের পরই অতিথিদের সাথে সৌজন্য বিনিময় সাক্ষাৎ করেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। 

এছাড়াও অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এইচ.কে. দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য, কলকাতাস্থিত বিভিন্ন বিদেশী দূতাবাসের প্রতিনিধিরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একটি চা চক্রে মিলিত হন তারা। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধানকর উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর অস্থায়ীভাবে রাজ্যপালের দায়িত্ব সামলান মিজোরামের রাজ্যপাল লা গণেশন। 

ধানকর রাজ্যপাল থাকাকালীন সময়ে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে বারে বারে তার সংঘাত দেখা গেছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার মমতা ব্যানার্জীর সরকারকে সমালোচনায় বিঁধেছিলেন ধানকর। অন্যদিকে ধানকরকে বিজেপির মুখপাত্র বলে নিশানা করতে দেখা গিয়েছিল মমতা সহ তৃণমূলের শীর্ষ নেতাদের। 
এমন এক পরিস্থিতিতে নতুন রাজ্যপালের সাথে তার সম্পর্ক কি রকম হবে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে জোর চর্চা চলছে। 

১৯৭৭ সালের ব্যাচের সাবেক আইএএস অফিসার সি.ভি. আনন্দ বোসকে নতুন রাজ্যপাল হিসাবে নাম ঘোষণার পরেই গত ১৭ নভেম্বর মমতা ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। দিন কয়েক আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সি.ভি আনন্দ বোসও জানিয়েছিলেন "রাজনৈতিক মমতার সাথে নয়, প্রশাসনিক মমতার সাথে কাজ করতে চান তিনি।" 

এরই ধারাবাহিকতা হিসেবে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে রসগোল্লা উপহার দেওয়া হয় রাজ্যপালকে। সূত্রে খবর অন্য অনেক উপহারের সাথেই দুটি নীল রঙের মাটির হাঁড়ি করে ১০০ পিস সাদা রসগোল্লা রাজ্যপালকে পাঠান মুখ্যমন্ত্রী। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর