সেমিফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে তিন গোলে হারানোর পরই বিশ্বজুড়ে শুরু হয়েছে মেসি বন্দনা। ওই ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের ফাইনালে।
ফ্রান্স ও মরক্কোর ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল খেলবে আর্জেন্টিনা, যা নিয়ে ইতোমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। ট্রেন, বাস, পাড়ার ক্লাব ঘর, বিশ্ববিদ্যালয় চত্বর কিংবা অফিস- সবখানেই এখন জল্পনা মেসি কি পারবেন তৃতীয়বারের জন্য দেশকে ট্রফি এনে দিতে? এ নিয়েই মেসি ভক্তদের চরম উন্মাদনা তৈরি হয়েছে।
উন্মাদনার সেই আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গের মধ্য হাওড়ার একটি মিষ্টির দোকানেও। বাঙালি কতটা আর্জেন্টিনাময় হয়ে গেছে তা উপলব্ধি করা যায় এখানকার একটি মিষ্টি দোকানে ঢুকলেই। ফাইনালের চার দিন আগেই মিষ্টির দোকান সাজানো হয়েছে আর্জেন্টিনার পতাকায়। তৈরি করা হয়েছে ১৭ কেজি ওজনের মেসির ক্ষীরের মূর্তি। এছাড়া পাওয়া যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল দলের জার্সির রঙের আদলে আকাশি-সাদা রসগোল্লা, সন্দেশ ও ক্ষীরের বিশ্বকাপ, যা কিনতে ভিড় জমাচ্ছেন মেসি ভক্তরা। ক্রেতা বিক্রেতা সবাই জানালেন, বিশ্বকাপ জয় শুধু সময়ের অপেক্ষা। আর কাপ জিতলেই সেদিনই মিষ্টিমুখ করে সেলিব্রেশন করবেন সবাই।
এদিকে পাড়ার অলিতে-গলিতে কিংবা ক্লাবগুলোতেও নতুন করে বিভিন্ন আয়তনের আর্জেন্টিনার পতাকা টাঙানো হচ্ছে। এমনকি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করা যুবকদেরও আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি করতে দেখা যাচ্ছে। আসলে উৎসব শুরু হওয়ার আগেই এ হলো অন্য এক উৎসবের সূচনা!
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ