হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিষয়ক মন্ত্রী সুব্রত সাহা। বৃহস্পতিবার সকালে রাজ্যের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। এদিন সকাল ১০ টা ৪০ মিনিটে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ১১ টা ২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০১১ সালে তৃণমূলের একমাত্র প্রার্থী হিসেবে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা থেকে জয়লাভ করেন সুব্রত সাহা। তার হাত ধরেই ওই জেলার কংগ্রেসের প্রভাবশালী নেতা সাবেক কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর চ্যালেঞ্জ টপকে মুর্শিদাবাদের মাটিতে ঘাসফুল ফোটে। পুরস্কার হিসেবে মমতা ব্যানার্জী সরকারের মন্ত্রী সভায় ঠাঁই পান। ২০১১ থেকে ২০১৯ টানা তিনবার সাগরদিঘি আসন থেকে জয় লাভ করেন।
সুব্রতর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
বিডিপ্রতিদিন/কবিরুল