রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

পুরনো পদ্ধতিতে বিসিএস'র সংশোধিত ফল আজ

সরকারি কর্মকমিশন (পিএসসি) অধীনে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল আজ প্রকাশ করা হবে। এতে আগের মতো কোনো ধরনের কোটাপদ্ধতি ছাড়াই প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে। গতকাল পিএসসিতে বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শনিবার কর্মকমিশনের বিশেষ সভায় ৩৪তম বিসিএস'র প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় অনুপুঙ্খ পর্যালোচনা ও পুনঃবিবেচনা করা হয়। পুনঃবিবেচনান্তে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নির্ধারণে আগের প্রচলিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফল ঘোষণার সিদ্ধান্ত হয়।' গত ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। এই ফলাফলে প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটাপদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর দেশজুড়ে আন্দোলন শুরু করে পরীক্ষার্থীরা। পরে ফল পুনঃমূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি।

সর্বশেষ খবর